মানবতাবিরোধী আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৮ অগাস্ট) সন্ধ্যায় পেকুয়া চৌমুহনী শহীদ ওয়াসিম চত্বরে পেকুয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় দিল্লিতে বসে ষড়যন্ত্র করা হলে শেখ হাসিনাকে দেশের মাটিতে এনে বিচার করা হবেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এদেশে গণহত্যাকারীদের কোন জায়গা হবে না। জুলম নির্যাতন সহ্য করা হবেনা। শত-সহস্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বপ্নকে বাস্তবায়ন করা হবে। তাদের রক্তের অঙ্গিকার বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মান করা হবে। আমরা সবাই বাংলাদেশের মানুষ আমাদের পরিচয় হবে বাংলাদেশি।
পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপির চেয়ারম্যান বাহাদুর শাহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন ও যুবদল সভাপতি কামরান জাদিদ মুকুটের সঞ্চালনায় গণসংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, সালাহউদ্দিন আহমেদের সহধর্মিণী ও চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা যুবদল সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল, সাধারণ সম্পাদক মো. নিশান, জেলা শ্রমিকদল সভাপতি রফিকুল ইসলাম, চকরিয়া উপজেলা পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দর, সাধারণ সম্পাদক আবদুর রহিম, উপজেলা বিএনপি নেতা এম মোবারক আলী, পেকুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আজাদ প্রমুখ।
সালাহউদ্দিন আহমেদ সকালে কক্সবাজার বিমান বন্দরে নেমে জেলা বিএনপির অফিস পরিদর্শন করেন। পরে সড়ক পথে চকরিযা পৌর বাস টার্মিনালে এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে কক্সবাজার ত্যাগ করার পর থেকে সড়ক পথে সালাহউদ্দিন আহমেদকে একনজর দেখার জন্য নারী পুরুষ জড়ো হতে থাকে।