ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশে বেকারত্ব ও বেতন বৈষম্য থাকবে না: শাহজাহান চৌধুরী

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশে বেকারত্ব থাকবে না, নবী (স.) এর ইসলামী রাষ্ট্রের ইতিহাস পড়লে এটাই প্রমাণিত হয়।

পহেলা নভেম্বর রাতে আগ্রাবাদ বাদামতলী জামে মসজিদে এক সীরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইমামদের বেতনের ক্ষেত্রে অবহেলা ও বৈষম্য নিয়ে জামায়াতের সাবেক এই সাংসদ বলেন, যেখানে দেশের সরকারি কর্মকর্তাদের কারো কারো বেতন লক্ষাধিক টাকা সেখানে ইমামদের ক্ষেত্রে অবহেলা করা যাবে না। এবং দেশে বেতন বৈষম্য রাখা যাবে না।

উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরার সদস্য ও ডবলমুরিং থানার আমীর মো: ফারুক আযম।

প্রধান ওয়ায়েজ হিসেবে ছিলেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা:) আল্লামা মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী। এবং বিশেষ ওয়ায়েজ হিসেবে ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সহকারী অধ্যাপক ও নবাব ওয়ালী বেগ খাঁ জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান।

Share on facebook
Share on whatsapp
Share on linkedin
Share on email

সম্পর্কিত আরো খবর