চট্টগ্রামে চলন্ত প্রাইভেট কারে আগুন; দগ্ধ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ ২ জন

চট্টগ্রামের চট্টশ্বরী রোডে ব্যাটারি গলির মুখে চলন্ত প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ওই সময় আগুনে দগ্ধ হয় ২ যুবক।

দগ্ধদের মধ্যে একজন প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্র মোহাম্মদ ফারদিন দড়ি তাসিন (২০)। তিনি নগরীর খুলশী থানাধীন লালখান বাজার এলাকার সামছি কলোনির বাসিন্দা দাদন দড়ি সুরুজ এর ছেলে। ও অন্য দগ্ধ যুবক হলেন তানজিন (২৩)।

রবিবার (৩ নভেম্বর) রাত ১১টার পর চট্টশ্বরী রোডে ব্যাটারি গলির মুখে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নেভায়।

আগুনে দগ্ধ হওয়া প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্র ফারদিন এর পিতা দাদন দড়ি সুরুজ বলেন, যান্ত্রিক গোলযোগের কারণে চলন্ত অবস্থায় হঠাৎই গাড়ি থেকে ধোঁয়া বের হয়ে আগুন ধরে যায়। ওই সময় গাড়ির সামনের আসনে থাকা আমার ছেলে ফারদিন ও তার সাথে থাকা তানজিন আগুনে দগ্ধ হয়।

এরপরই গাড়ি থামিয়ে গাড়ি থেকে যাত্রীরা নেমে যান। এ ঘটনায় পিছনের আসনে বসে থাকা কেউ আহত কিংবা দগ্ধ হয়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, চলন্ত গাড়িতে আগুনে দগ্ধ হওয়া দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিট এর ৩৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

Share on facebook
Share on whatsapp
Share on linkedin
Share on email

সম্পর্কিত আরো খবর