
চট্টগ্রাম ফুটবল রেফারিজ এসোসিয়েশন এর অষ্টম সভা (২৮ সেপ্টেম্বর শনিবার) সন্ধ্যা সাত টায় সিনিয়র সহ সভাপতি এডভোকেট মনজুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত হয়ে আলোচ্যসুচী অনুযায়ী মতামত ব্যক্ত করেন সহ সভাপতি দেবাশীষ বড়ুয়া দেবু, সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টিপু, দপ্তর সম্পাদক এ এম এম সৈকত, নির্বাহী সদস্য শরীফুজ্জামান খান টিপু, খোরশেদ আলম, আবদুল করিম, গিয়াসউদ্দিন বাবর, সাইদুল হক, নুরুল আফসার ও সাইফুল আজম।
সভা শুরুর আগে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ও এসোসিয়েশন এর সাবেক সহ সভাপতি বাবু বিমল করের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয় এবং আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। আলোচ্যসুচী অনুযায়ী সকলের সর্বসম্মতিক্রমে নিন্মের বিষয়গুলো সিদ্ধান্ত হয়, ১. বিগত ৫ম, ৬ষ্ট, ৭ম সভারও মুলতবি সভার কার্যবিবরণী সংশোধনীসহ পাস করা হয়।
২. বনভোজন উপকমিটির সম্পাদক কতৃক প্রেরীত আয় – ব্যায়ের হিসাব অনুমোদন করা হয়। চেয়ারম্যান, সম্পাদক ও কমিটির সকল সদস্যদের নির্বাহী কমিটির পক্ষে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। ৩. ইয়থ কোর্স ইফতার মাহফিল এর আয় – ব্যায়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়। উক্ত কমিটির সকল কে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। ৪.গঠনতত্ত্বের ১৩ধারা খ উপধারা অনুযায়ী শুন্য হওয়া তিনজন নির্বাহী সদস্যদের জায়গায় জনাব সাইফুল্লাহ মনির, রুবেল বড়ুয়া, গোলাম মাওলা কে নির্বাহী কমিটির সদস্য হিসাবে আবেদন মন্জুর করা হয়। ৫. শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী নির্বাহী কমিটি বিস্তারিত আলোচনা করে সর্বসম্মতিক্রমে বিশৃঙ্খলা সদস্যদের গঠনতত্ত্বের ১৩ ধারা জ উপধারা ও ২৯ ধারা অনুযায়ী বিটুরাজ বড়ুয়া, জি এম নয়ন, সীমুল বড়ুয়া, ফারুক হোসেন, মাহমুদ হাসান মামুন নাছির উদ্দীন (২) ও আসাদুল ইসলাম টিপুকে আজীবন বহিষ্কার ও সদস্য হতে অপসারণ করা হয়।
৬. সাইফুল ইসলাম ১ সাইফুল ২ কে পুনঃ সদস্যের আবেদন সন্মানের সাথে গ্রহন করা হয় বিবিধ কোষাধ্যক্ষ বিশ্বজিৎ সাহ কে আগামী ১৫ দিনের মধ্যে ২০২৩ সালে আয় ও ব্যায় অর্থ কমিটির কতৃক অনুমোদন করে সাধারণ সম্পাদক কে হস্তান্তর করার জন্য বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা নতুন সভাপতির বিষয় গঠনতত্ত্ব অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করার জন্য সহসভাপতি মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টিপুকে দায়িত্ব দেওয়া হয়, সভা পরিচালনা করেন সাবেক ফিফা রেফারি সাধারণ সম্পাদক আবদুল হান্নান।