বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামানকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।
গতকাল বুধবার জারি করা প্রজ্ঞাপনে রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামানকে আগামী ১১ আগস্টের মধ্যে চবক চেয়ারম্যানের পদে যোগ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বাংলাদেশ নৌবাহিনীর নৌ ফ্লিটের (কমব্যান) বর্তমান কমান্ডার। এর আগে তিনি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।