নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ১৮শ পিস ইয়াবাসহ মাদককারবারি মোঃ জাবেদ (৩২) কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে পুলিশ পরিদর্শক মুহাম্মদ শরীফ ও পুলিশ পরিদর্শক মোঃ আতিকুর রহমান এর নেতৃত্ব চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রাজাখালি নতুন চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে ১৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাবেদ (৩২) নামের ১জন মাদককারবারিকে ৮ অক্টোবর গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাকলিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।