চান্দগাঁও এ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৩জন পেশাদার অস্ত্রকারবারি গ্রেপ্তার

নগরীর চান্দগাঁও থানাধীন টেকবাজার পুল এলাকার একটি ভবনের ৪র্থ তলার বাসা থেকে ৩ জন অস্ত্র কারবারিকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার করেন চান্দগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ১. মিদোক মারমা (৪২), ২. উহলাঞো মারমা (৪০) ও ৩. মুইচিং মারমা (২৩)।

বৃহস্পতিবার ২১ নভেম্বর দিবাগত রাত সোয়া তিনটায় ওই অভিযান চালানো হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়,  ২২ নভেম্বর গভীর (২১ নভেম্বর দিবাগত) রাতে চান্দগাঁও থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পায় যে টেকবাজার এলাকার একটি ভবনে বিদেশি অস্ত্রসহ কয়েকজন পেশাদার অস্ত্রকারবারি অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল আহম্মেদের নেতৃত্বে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহম্মেদ, এসআই মোঃ মোমিনুল হাসান, এসআই ইমরান ফয়সাল, এসআই আজাহারুল ইসলাম, এএসআই জালাল উদ্দিন, এএসআই রাজু আহম্মেদ, এএসআই শাহ আলম, এএসআই জালাল উদ্দিন সোহাগ ও এএসআই সুজন কুমার দাশ সঙ্গীয় ফোর্সসহ রাত সোয়া ৩ টার সময় চান্দগাঁও থানাধীন টেকবাজার পুল এলাকায় শাহেদ বিল্ডিংয়ের ৪র্থ তলার ৪ নং কক্ষের ভিতর অভিযান পরিচালনা করে আসামি ১. মিদোক মারমা (৪২), ২. উহলাঞো মারমা (৪০) ও ৩. মুইচিং মারমা (২৩)-দেরকে আটক করেন এবং তাদের হেফাজত থেকে যুক্তরাষ্ট্রে প্রস্তুতকৃত ৭.৬৫ মিমি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করেন।

 

পুলিশ আরো জানান, ধৃত আসামিরা পরস্পর জ্ঞাতসারে নিজ নিজ দখল ও হেফাজতে অবৈধ অস্ত্র রাখার অপরাধ করায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন সময়ে বান্দরবানসহ বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের বিদেশি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে থাকে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

Share on facebook
Share on whatsapp
Share on linkedin
Share on email

সম্পর্কিত আরো খবর