চিটাগাং কিংস’র সমর্থনে গঠিত হলো কমিটি

দীর্ঘ ৯ বছর পর আবারও বিপিএলে ফিরেছে চিটাগাং কিংস। টুর্নামেন্টে ফেরার পর থেকে একের পর এক চমক দিয়ে আসছে দলটি।

এবার নিজেদের দলের সমর্থনে গঠন করলো সমর্থক গোষ্ঠি। আর এই কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে রাখা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রেীয় সমন্বয়ক রাসেল আহমদকে।

এছাড়া কমিটির সভাপতি হিসেবে আছেন মো. ওয়াহিদ জামান ও সাধারণ সম্পাদক করা হয়েছে তানভীর আহমেদকে। কমিটিতে স্থান দেওয়া হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার ৮১ জনকে।

শনিবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতি দিয়ে ‘সমর্থক গোষ্ঠী’ কমিটি ঘোষণা করেন চিটাগাং কিংস’র কর্ণধার সামির কাদের চৌধুরী।

বিবৃতিতে বলা হয়েছে বিপিএলের আসরে টিমকে উজ্জীবিত করতে ক্যাম্পিং ও কার্ণিভাল শুরু করবে চিটাগং কিংস।

গত ৫ আগস্ট, নতুন বাংলাদেশের সূর্যোদয়। জনগণ আর ছাত্রসমাজের মিলিত কণ্ঠে পতন ঘটে ফ্যাসিবাদের। চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম অগ্নিকেন্দ্র। মুক্তির শপথে গর্জে ওঠা জনতার ঢল বুকে পেতে নেয় বুলেট, ভেঙে ফেলে ফ্যাসিবাদের সব ব্যারিকেড। ওয়াসিম-হৃদয় তরুয়ার আত্মত্যাগে আলোকিত হয় নতুন বাংলাদেশের স্বপ্ন। তাদের রক্তে রঞ্জিত মাটি সাক্ষী নতুন সূর্যোদয়ের। নতুন বাংলাদেশের চট্টগ্রামের এই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চায় চিটাগং কিংস। বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে তাই এবার অঙ্কিত থাকবে বিজয়ের অমর গাঁথা। ঐক্যের মন্ত্রে গাঁথা নতুন বাংলাদেশের অভ্যুদয়ের গল্প বলবে ‘চিটাগং কিংস’ সমর্থক গোষ্ঠী।
আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। মিউজিক ফেস্ট দিয়ে ইতোমধ্যে টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

Share on facebook
Share on whatsapp
Share on linkedin
Share on email

সম্পর্কিত আরো খবর