
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম অসুস্থ, দোয়া চেয়েছেন তিনি, রোগ মুক্তি কামনা করেছেন বিএনপিআন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি ও চট্টগ্রাম ১৫ আসনের সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে।
সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম ২১ অক্টোবর সোমবার চট্টগ্রামে অসুস্থ হয়ে পড়লে দ্রুত চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। আ.ন.ম শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া ১৫ আসনের এমপি ছিলেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর আ.ন.ম শামসুল ইসলাম এর দ্রুত সুস্থতা ও রোগ মুক্তি কামনা করেছেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল নোমান, বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট মীর নাসির উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক মহানগর পিপি এডভোকেট আব্দুস সাত্তার ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শাহ আলম।