১ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩ ঘটিকার সময় নগরীর কাজীর দেউড়ী নাসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র’ কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দিন। এ সময় তিনি বলেন, নির্মাণ শ্রমিকরা উন্নয়নের কারিগর, দেশ নির্মাণের ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শ্রমিকদের ভূমিকা তাৎপর্য বহন করে। জাতীয়তাবাদী শ্রমিক দল নির্মাণ শ্রমিকদের দাবি আদায় করে অধিকার প্রতিষ্ঠার স্বার্থে যা যা করার দরকার আমরা তা করতে প্রস্তুত। তার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হয়ে শক্তি সঞ্চয় করতে হবে।
প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ। তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকদের দাবি আদায়ের জন্য শহীদ জিয়াউর রহমান যেমন শ্রমিক দল প্রতিষ্ঠা করে একটি সুযোগ সৃষ্টি করেছেন। আমরা শ্রমিকদের যেকোনো দাবির প্রতি একমত পোষণ করছি এবং দাবি আদায়ের জন্য আপনাদের পাশে অতীতে ছিলাম আগামীতেও থাকবো। আপনারা সুসংগঠিত হয়ে আগামী দিনে সংগঠনকে আরো গতিশীল করে এগিয়ে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আওয়ামী লীগ দুর্নীতি ও অপকর্ম করে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করেছিলেন। তার জন্য তাদের নেত্রী শেখ হাসিনাকে শ্রমিক জনতা গণ আন্দোলনের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য করেছে। এসময় তিনি নির্মাণ শ্রমিক দলের সকল নেতৃবৃন্দকে সভা সফল করার জন্য ধন্যবাদ জানান।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দলের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লকের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মিঠু ইসলাম এর সঞ্চালনায় পর্যবেক্ষণ ছিলেন শ্রম দপ্তরের প্রতিনিধি রিজোয়ানুর রহমান।
এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস মিয়া, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি মোতালেব চৌধুরী, শাহনেওয়া চৌধুরী, যুগ্ম সম্পাদক-আনোয়ারুল আজিম সবুজ, সাংগঠনিক সম্পাদক-মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক-আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদ-মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগীয় শ্রমিক গলের সদস্য অপু সিং, মহানগর নির্মাণ শ্রমিক দলের নেতৃবৃন্দের মধ্যে সাবেক সভাপতি নুরন্নবী, মোঃ বেলাল, আব্দুর রহমান, শহীদুল্লাহ, পারভেজ, মোহাম্মদ মুরাদ, মোঃ কবির, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ রফিক, মোঃ মান্নান, আকবর আলি, মফিজ মিয়া, আব্দুল হাই, ফরহাদ হাসান প্রমুখ।
সভাশেষে নুর আহমদ সড়ক হয়ে কাজীর দেউড়ী চত্বরে গিয়ে র্যালী করে সাধারণ সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি হাশিবুর রহমান বিপ্লব।