নগর পিতা নই, নগর সেবক হিসেবে মানুষের পাশে থাকবো: শাহাদাত

 

নগর পিতা নয়, নগর সেবক হিসেবে ৭০ লাখ মানুষের পাশে থাকতে চান চসিকের মেয়র, বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম রেলস্টেশনে সংবর্ধনার জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রাম আমার একার শহর নয়, এ শহর ৭০ লাখ মানুষের। আসুন সবাই মিলে একযোগে একটি সুন্দর শহর আমরা গড়ে তুলি।
এ শহর হবে গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি। আমাকে একটু সময় দিন।
ইনশাআল্লাহ আমি অক্ষরে অক্ষরে সেটি পালন করবো। আমি আপনাদের দোয়া, ভালোবাসা চাই।
আপনারা আমার হৃদয়ের গভীরে সবসময় আছেন।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা গত ১৮ বছর ঘরে থাকতে পারেননি, আপনাদের পরিবারের খোঁজ নেওয়ার কোনো মানুষ ছিল না। আপনাদের বাচ্চাদের দুধ কেনার টাকা ছিল না। আপনাদের পরিবারের বাজার করার টাকা ছিল না। অর্ধাহারে অনাহারে আপনারা দিন কাটিয়েছেন। এ অসহায়ত্ব আমি দেখেছি ভাইয়েরা, বোনেরা। আপনাদের এ ঋণ আমি শোধ করতে পারব না। সারা বাংলাদেশে ছয়শ’র অধিক গুম হয়েছে। বিচারবহির্ভূত হত্যা হয়েছে। মানুষ অসংখ্য মামলায় নির্যাতিত হয়েছে। চট্টগ্রামসহ বাংলাদেশে ১ লাখ মামলার ৬০ লাখ নেতাকর্মী আসামি হয়েছে। তারপরও আপনারা বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হননি।

তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

রোববার (৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডা. শাহাদাত হোসেনকে মেয়রের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শপথগ্রহণ শেষে চসিক মেয়র বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা ট্রেনযোগে চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছেন মেয়র।

তার আগে সকাল থেকে মিছিল নিয়ে জড়ো হন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। তাদের হাতে ছিল ফুল, মুখে বিজয়োল্লাস।

মেয়র হজরত শাহ আমানত (র.) ও বদর আউলিয়া (র.) মাজার জিয়ারত, মতবিনিময়, সংবাদ সম্মেলন এবং টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতে অংশ নেবেন।

Share on facebook
Share on whatsapp
Share on linkedin
Share on email

সম্পর্কিত আরো খবর