অ্যাডভোকেট আবদুছ সাত্তার পুনরায় চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ন আহবায়ক র্নিবাচিত হওয়ায় লালখান বাজার ওর্য়াড বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুক্রবার ৮ নভেম্বর সন্ধ্যায় নগর বিএনপি যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আবদুছ সাত্তার এর বাসভবনে গিয়ে ওই ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচছা বিনিময়ের সময় সংক্ষিপ্ত বক্তব্যে নব র্নিবাচিত মহানগর বিএনপি যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আবদুছ সাত্তার বলেন, অনেক ষড়যন্ত্র হচ্ছে, আমরা এখনো বিরোধী দল।
দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যে দলের ভাবমূর্তি রক্ষার জন্য বিভিন্ন অভিযোগে আমাদের দলের বহু নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করেছেন।
আমাদের প্রথম কাজ হচ্ছে দলের ভাবমূর্তি পুনরুদ্ধার করে আগামী নির্বাচনে বিএনপিকে দুই তৃতীয়াংশ ভোটে বিজয় করে ক্ষমতায় আনতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য।
আমরা দেখছি বিভিন্ন এলাকায় কথিত স্বৈরাচারের ধূসর আওয়ামী যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা ছদ্মবেশে এবং আমাদের অনেকের ছত্রছায়ায় দলে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছে এবং দলের মধ্যে বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা করছে। আপনারা সবাই সজাগ থাকবেন। যাতে কোনো অনুপ্রবেশকারী আমাদের দলে প্রবেশ করে আমাদের দলের মধ্যে বিবেদ বা সংঘাত সৃষ্টি করতে না পারে। কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তানের বিএনপিতে স্থান নেই এটা হচ্ছে দলের প্রথম নির্দেশ। আগামীতে আপনারা আমাদের দলের যে কর্মসূচি আসবে সে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে দলের ভাবমূর্তি দলের কর্মসূচি বিশেষ করে এক বছর আগে দেশনায়ক তারেক রহমান এর দেয়া ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরতে হবে। আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ জনগণের ভাগ্য পরিবর্তন করার জন্য দেশের উন্নয়নের জন্য বিএনপি কাজ করবে এই আশা ব্যক্ত করছি।
এই সময় উপস্থিত ছিলেন, সাবেক ওয়ার্ড যুবদলের সভাপতি দাদন দরি সুরুজ, ইউনিট বিএনপির সভাপতি মোঃ নাছির, সাবেক ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, সাবেক ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি নয়ন, সাবেক ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি কাশেম, সাবেক ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি কামাল, সাবেক ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রমজান, সাবেক খুলশী থানা যুবদলের যুগ্ম আহবায়ক বেলাল, সাবেক খুলশী থানা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদ খাঁন সুমন, সাবেক খুলশী থানা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল সরকার, মহানগর ছাএদলের যুগ্ন সম্পাদক রুবেল হক রিংকু, ওয়ার্ড ছাত্র দলের যুগ্ম আহবায়ক এডভোকেট মিজানুর রহমান, এডভোকেট মীর হোসেন, ইদ্রিস, সনজিত দাশ, আমির, সুমন, জুয়েল, করিম, ফয়সাল, প্রমুখ।