পাঁচলাইশ আবাসিকে ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

 

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ সেলিমের বাসা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে সমিতির যুগ্ম সম্পাদক সৈয়দ নেজাম আহম্মেদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাসিম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি নূর মোহাম্মদ বাবু , তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম ফয়েজউল্লাহ , প্রচার সম্পাদক নজরুল আজাদ, আইন সম্পাদক সৈয়দ নেওয়াজ আহমেদ, ক্রীড়া সম্পাদক এস এম হাবিবুল্লাহ ফয়েজ ,নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নেজাম উদ্দিনসহ প্রমুখ।
এই সময় বক্তারা বলেন,পাঁচলাইশ আবাসিক কল্যাণ সমিতি এলাকায় যেকোন সন্ত্রাসী কার্যকলাপ প্রশাসনের সহযোগিতায় প্রতিরোধ করা হবে। সংখ্যালঘুসহ এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। আবাসিকের সাধারণ সম্পাদকসহ অন্যদের বাসা ও অফিসে ভাঙচুর কারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি।

উল্লেখ্য গত ৪ই জুলাই রাতে পাঁচলাইশ আবাসিক এলাকায় স্বার্থনেসি মহলের ইন্দনে অফিস ও বাসা ভাঙচুর করে।

Share on facebook
Share on whatsapp
Share on linkedin
Share on email

সম্পর্কিত আরো খবর