নিজস্ব প্রতিবেদক
নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন সেবাখোলা আশ্রমের সামনে রাস্তার উপর থেকে ১০ কেজি গাঁজা একটি লেগুনা পিকআপ গাড়িসহ মোঃ রবিউর রহমান (৩২) নামের একজন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেন পুলিশ।
৬ অক্টোবর সকাল সোয়া ৯ টায় এই ঘটনা ঘটে ।
জানা যায় সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়ার সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) স্পিনা রানী প্রামানিক ও সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) মোঃ মঈনুর রহমানের তত্ত্বাবধানে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদের নেতৃত্বে এসআই মোঃ আবু আফছার ভূঁইয়া সঙ্গীয় এএসআই ইকবাল হোসেন মজুমদার ও ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১০ কেজি অবৈধ গাঁজা একটি লেগুনা পিকআপ গাড়িসহ মোঃ রবিউর রহমান (৩২) নামের একজন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিএমপির পাহাড়তলী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।