
চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় এক নাম্বার রোডে দিন-দুপুরে এবং রাতে পাহাড় কেটে সাবাড় করে ফেলছে পাহাড় খেকো’রা।
জানাযায়, ২৩ ডিসেম্বর সোমবার দিনগত রাত সাড়ে ১২টায় লালখান বাজারের পোড়া কলোনির সাথে লাগানো খুলশী এলাকার ১ নং রোডে কিছু লোকজন পাহাড় কাটতে দেখে স্থানীয় বাসিন্দারা জাতীয় সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানান।
৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে খুলশী থানা পুলিশের এস আই আনোয়ার এর নেতৃত্বে পুলিশ ও স্থানীয় লোকজনকে সাথে নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। ওই সময় পাহাড় কাটতে থাকা লোকজন পুলিশ দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নাম না বলা শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, লালখান বাজারের পোড়া কলোনির ৩ নাম্বার গলির শেষ মাথায় পাহাড়ের নিচে খুলশী ১ নাম্বার রোডের শেষ মাথায় পাহাড় খেকো সিন্ডিকেটরা লোক দিয়ে পাহাড় কাটছেন।
স্থানীয় আরেক বাসিন্দা মিঠু চৌধুরী বলেন, পরিবেশ অধিদপ্তর কোন ব্যবস্থা না নেওয়ার কারণে দিন দিন চট্টগ্রামে পাহাড় খেকোরা পাহাড় কাটতে সাহস পায়। তিনি পরিবেশের ভূমিকা নিয়ে ক্ষোভ জানান।
খুলশী থানার এস আই আনোয়ার বলেন, ৯৯৯ এর মাধ্যমে পাহাড় কাটার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে আমরা পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। আমাদের সবাইকে পাহাড় রক্ষা করতে হবে। পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান সব সময় চলমান থাকবে। পরিবেশ অধিদপ্তর আমাদেরকে যখনই ডাকে আমরা তাদের সাথে অভিযানে যায়।