চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটে গুলজার হোটেলে নারী হত্যার রহস্য উম্মোচন করে ১জনকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন, ফরহাদ হোসেন প্রকাশ ফরাদ হোসেন।
আজ বৃহস্পতিবার সকালে লালখান বাজারস্থ সিআইডির কার্যালয়ে সিআইডির বিশেষ পুলিশসুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি বলেন, গত ১৯শে অক্টোবর শনিবার চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটস্থ গুলজার হোটেলে স্বামী স্ত্রী পরিচয়ে অরস্থানকারী চন্দ্রনাম লিপি নামে এক নারী হত্যাকান্ডের হত্যার রহস্য উম্মোচন করেছেন সিআইডির টীম ।
সিআইডির একটি টীম আসামী ফরহাদ হোসেন প্রকাশ ফরাদ হোসেনকে গতকাল সন্ধ্যায় নগরীর খুলশী থানা এলাকা হতে গ্রেফতার করে। আসামীকে গ্রেফতার করার পূর্বে চট্টগ্রাম মহানগরীসহ তার বাড়ী ভোলা ও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামী প্রাথমিকভাবে স্বীকার করেন হোটেল কক্ষে ভিকটিমের সাথে অর্থের পরিমান নিয়ে কথা কাটাকাটি হওয়া এবং এক পর্যায়ে ফরহাদ হোসেন ভিকটিমকে গলা টিপে হত্যা করে ।
উল্লেখ্য গত ১৯শে অক্টোবর শনিবার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও বহদ্দারহাটস্থ গুলজার হোটেলে স্বামী স্ত্রী পরিচয়ে ফরহাদ ও লিপি এক দিনের জন্য একটি কক্ষ ভাড়া নেন। পরের দিন চেক আউট না করায় দুপুরে হোটেল কর্মচারী রুমের সামনে গিয়ে দরজা বাইর হতে হাতল লাগানো অবস্থায় দেখতে পান। দরজা খুলে ভিকটিমকে ওয়াশ রুমের মেঝেতে গলায় ওরনা প্যাঁচানো এবং হাত-পা বাঁধা অবস্থায় মৃত অবস্থায় দেখতে পান।
ঘটনাটি জানার পর সিআইডি ছায়াতদন্ত শুরু করে। সিআইডির ক্রাইমসীন টীম ভিকটিমের পরিচয় সনাক্ত করে। ভিকটিমের প্রকৃত পরিচয় হচ্ছে বিবি কুলছুম, পিতা- আব্দুল ছত্তর, মাতা- পারুল বেগম, সাং- মুরাদপুর, ডাকঘর- মির্জানগর, ওয়ার্ড নং- ০৮, থানা- নোয়াখালী সদর, জেলা- নোয়াখালী।
সংশ্লিষ্ট ঘটনায় ভিকটিমের বাবা মোঃ আব্দুল ছত্তর (৬৪) বাদী হয়ে অভিযুক্ত ফরহাদ হোসেন ফরাদ হোসেন (২৪) এর বিরুদ্ধে চান্দগাঁও (সিএমপি) থানায় মামলা নং-১৯, তারিখ-২১/১০/২০২৪, ধারা- ৩০২ পেনাল কোড- ১৮৬০ দায়ের করেন।