যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে নগরীর বন্দর থানার মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

দেবাশীষ পাল দেবু, নগরীর বন্দর এলাকার বাসিন্দা হরেন্দ্র বিজয় পালের ছেলে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, নগরের বন্দর থানার মাইলের মাথা এলাকা থেকে দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

বন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) কাজী মো. সুলতান আহসান জানান, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকারের পতন হলে গত ৭ আগস্ট বন্দর থানার মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় করা মামলায় দেবাশীষ পালকে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেট্টোপলিঠন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Share on facebook
Share on whatsapp
Share on linkedin
Share on email

সম্পর্কিত আরো খবর