
রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। রাউজান উপজেলা বিএনপির কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন তারা।
জেলা বিএনপি ও সম্মেলন উপকমিটি সূত্রে জানা গেছে, রাউজান উপজেলা বিএনপির সভাপতি পদে অধ্যাপক মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন এবং পৌর বিএনপির সভাপতি পদে আবু মোহাম্মদ ও সাধারণ সম্পাদক পদে ইফতেখার খান মনোনয়ন ফরম জমা দেন। প্রতিটি পদে একটি করে মনোনয়ন ফরম জমা হওয়ায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক ও উত্তর জেলা জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কমিটির সদস্য । জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী রাউজানের মোবারক খিল গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাষ্ট্র বিজ্ঞান থেকে মাস্টার্স করেন । অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী রাউজান থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মরহুম নাজিম উদ্দিন চৌধুরীর ছোট ভাই।