লালখান বাজারে দিন-দুপুরে বাড়ির তালা ভেঙে সোনা ও নগদ অর্থ চুরি

দিন-দুপুরে ১টি বাড়ি থেকে ১৭ ভরি সোনা ও নগদ এক লাখ টাকা চুরি হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর ) দুপুরে
নগরীর খুলশী থানাধীন লালখান বাজার এলাকার বাগঘোনায় ক্যাফে জামানের বিল্ডিং এর ভাড়া ঘরের পাঁচ তলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত বাওয়া স্কুলের শিক্ষক আবুল কাশেম  জানান, সকাল সোয়া দশ টার দিকে বাসায় তালা লাগিয়ে আমারা বাসার সবাই লালখান বাজারের মমতা ক্লিনিকের পাশে আমার মেয়ের বাসায় যায়। সন্ধ্যার দিকে আমার ছোট মেয়ে বাসায় ফিরে এসে দেখে চোরেরা তার বাসার দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে স্টিলের আলমারি ভেঙে সতের ভরি সোনার গহনা ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায়। চোরের দল ওয়ার ড্রপের জিনিসপত্র সহ বাসার বিভিন্ন আসবাবপত্র তছনছ করেছে।

তিনি আরো জানান, চুরির বিষয়টি থানায় জানিয়েছি মামলা করার জন্য আমার ছেলে থানায় গিয়েছে।

ওই সময় তারা সবাই মেয়ের বাসায় গিয়েছিলেন।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুুর রহমান বলেন, চুরির বিষয়টি তারা থানায় জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। তারা অভিযোগ দিলে মামলা নিবো। এখনো পর্যন্ত চুরির ঘটনায় কাউকে আটক করা হয় নাই।

Share on facebook
Share on whatsapp
Share on linkedin
Share on email

সম্পর্কিত আরো খবর