সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান এর পুত্র সাঈদ আল নোমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহত সাবিরা আফরিন ও ওয়াকিজুল ইসলামকে দেখতে সরাইপাড়া ওয়ার্ডস্থ আহতদের বাসায় গিয়েছেন।
নোমান পুত্র সাঈদ আল নোমান আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদেরকে চিকিৎসার সহায়তার জন্য ব্যক্তিগত ভাবে আর্থিক অনুদান প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন, পাহাড়তলি থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ, ১১নং বিএনপির সভাপতি মোহাম্মদ সাইফুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ, বিএনপি নেতা নুর সেলিম বাঙালি, মোহাম্মদ জাফর, কুতুবউদ্দিন, আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল ও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।