হালিশহরে জুয়া খেলার সময় ১৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নগরীর হালিশহর থানাধীন সবুজবাগ এলাকার তাহেরের রিকশার গ্যারেজে জুয়া খেলার সময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১৭ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, হালিশহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে হালিশহর থানার এসআই মো. সোহেল রানা, এসআই মো. সাইফুল ইসলাম, এসআই সহদেব কুমার সরকার, এসআই মো. ইয়াছিন, এএসআই মো. রাজীব মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৭ অক্টোবর রাত দেড়টায় হালিশহর থানাধীন সবুজবাগ তাহেরের রিকশার গ্যারেজের ভিতরে বিশেষ অভিযান চালিয়ে নগদ ১৬৮০ টাকা এবং চার বান্ডেল তাসসহ ১৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেন হালিশহর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ১. মোঃ ফারুক (৪৫), ২. মোঃ কামরুল ইসলাম বিপুল (৩৪), ৩. মোঃ আকাশ (২৫), ৪. মোঃ আলমগীর (৪০), ৫. মোঃ সিরাজুল ইসলাম (৩৮), ৬. মোঃ শাখাওয়াত হোসেন (৩২), ৭. মোঃ রিপন (৩১), ৮. আজিজুল হক (৩০), ৯. মোঃ তাইদুল ইসলাম (৪২), ১০. মোঃ নয়ন (২৮), ১১. মোঃ রিপন (৩১), ১২. মোঃ সোহেল (৩১), ১৩. মোঃ কাইয়ুম (৩০), ১৪. আনিসুল হক (৪৬), ১৫. মোঃ আতর আলী (৪০), ১৬. মোঃ আরিফ হোসেন (৩১) ও ১৭. মোঃ জিয়া (৩৭)।

হালিশহর থানার ওসি বলেন, প্রকাশ্য স্থানে জুয়া খেলার অপরাধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় এবং একই আইনের ১০৩ ধারায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। উক্ত ঘটনায় এসআই মোঃ সোহেল রানা হালিশহর থানায় বাদী হয়ে গ্রেফতারকৃত সকল আসামিদের বিরুদ্ধে হালিশহর থানার অধর্তব্য মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

Share on facebook
Share on whatsapp
Share on linkedin
Share on email

সম্পর্কিত আরো খবর