দীর্ঘ ২৬ বছর পর কারামুক্ত হলেন বহুল আলোচিত চট্টগ্রামের শিবিরের নাছির উদ্দিন (৫৯)। রবিবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টায় তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নাছির উদ্দিনের বিরুদ্ধে সর্বশেষ দুটি মামলা ছিল। দুটি মামলায় জামিননামা আদালতে আসার পর যাচাই-বাছাই শেষে আজ রবিবার সন্ধ্যা ৭টায় তাকে মুক্তি দেওয়া হয়।
জানা যায়, ডাবল, ট্রিপল হত্যাসহ ৩৬টি মামলার আসামি ছিলেন নাছির। এর মধ্যে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি, হাটহাজারী ট্রিপল মার্ডার, চট্টগ্রাম পলিটেকনিকে জমির উদ্দিন হত্যাসহ একাধিক মামলা ছিল। তবে বেশির ভাগ মামলায় তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি। এসব চাঞ্চল্যকর মামলায় সাক্ষী না পাওয়ায় তিনি ৩১টি মামলায় খালাস পেয়েছেন। দুটির সাজার মেয়াদও তিনি ইতোমধ্যে ভোগ করে ফেলেছেন।
১৯৯৮ সালের ৬ এপ্রিল চট্টগ্রাম কলেজ হোস্টেলের ছাত্রাবাসে অভিযান পরিচালনা করে নাছিরকে গ্রেফতার করে পুলিশ।