৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেয়া হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের (ষড়যন্ত্রকারীদের) জবাব দেব। তাদের কায়দায় আমরা জবাব দেব না। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্ত বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ৩১ দফা সফল বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জবাব দেয়া হবে। বিগত দিনে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা ও গায়েবি মামলা দেয়া হয়েছে। অনেকেই হাতকড়া পরে বাবা-মায়ের জানাজায় অংশ নিয়েছে। আমাদের নেতাকর্মীদের নানাভাবে স্বৈরাচারী সরকার হয়রানি করেছে। কাউকে হত্যা করে, কাউকে আহত করে আবার কারও ব্যবসার ক্ষতি করেছে। এসব কিছু জবাব দেয়া যাবে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে।

তিনি বলেন, দেশের জন্য, মানুষের জন্য বিএনপি কি করতে চায়- মানুষ তা জানতে চায়। জনগণের আস্থা আমাদের ধরে রাখতে হবে। কেউ যেন কোনোভাবেই দলের নাম ভাঙিয়ে অপকর্ম করতে না পারে।

দলের জ্যেষ্ঠ নেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন, আপনাদের অধীনস্থ কর্মীদের খেয়াল রাখতে হবে, তারা যাতে কোনো অপকর্ম করতে না পারে। যে কাজগুলো থেকে সংযত রাখলে নিজ দলের সুনাম বয়ে আসবে, সেদিকে খেয়াল রাখতে হবে। বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে। সেটা জনগণের মাঝে ভোটের আস্থায় ছড়িয়ে দিতে হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত দিনব্যাপী কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, প্রস্তাবিত ৩১ দফার নানা দিক তুলে ধরে আলোচনা করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল।

Share on facebook
Share on whatsapp
Share on linkedin
Share on email

সম্পর্কিত আরো খবর