চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার এর আন্তঃ ট্রেনিং সেন্টার ফুটবল প্রতিযোগিতা ২০২৪ এর শুভ উদ্বোধন

চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার এর আয়োজনে আন্তঃ ট্রেনিং সেন্টার ফুটবল প্রতিযোগিতা ২০২৪ সকাল দশটায় আউটার স্টেডিয়ামে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার এর সভাপতি সাবেক ফুটবল খেলোয়াড় মশিউর আলম স্বপন। এতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাবেক ফিফা রেফারি আবদুল হান্নান মিরন, পরিচালক তাহের আহমেদ, নজরুল কবির দীপু, অন্জন চক্রবর্তী, নাহিদ মুরাদ মুন্না, শাহারিয়া ইসলাম, রেজাউল করিম, অসংখ্য অভিভাবক, খেলোয়াড় কোচ নজরুল বাবু, নুর হোসেন দৌলত, মহসিন সাজু। ট্রেনিং সেন্টার এর ম্যানেজার সাইফুল ইসলাম পরিচালনা করেন। প্রতিযোগিতায় দুই গ্রুপে ৮ টি দল অংশগ্রহণ করে। ছোট গ্রুপে পদ্মা একাদশ, মেঘনা একাদশ, যমুনা একাদশ। বড় গ্রুপে হালদা একাদশ, মাতামুহুরি একাদশ, কর্ণফুলী একাদশ, সাংগু একাদশ, বাকখালী একাদশ। উদ্বোধনী খেলায় পদ্মা একাদশ ২-বনাম মেঘনা একাদশ ০ গোলে জয়লাভ করে। গোল করেন, পদ্মা একাদশের রবিউল ও আদনান।

Share on facebook
Share on whatsapp
Share on linkedin
Share on email

সম্পর্কিত আরো খবর