চট্টগ্রাম ফুটবল রেফারীজ এসোসিয়েশনের ১০ জন রেফারী আজীবন বহিষ্কার

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের ৮ম সভায় চট্টগ্রাম ফুটবল রেফারীজ এসোসিয়েশনের ১০ জন রেফারীকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

১০ অক্টোবর রেফারীজ এসোসিয়েশনের কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মঞ্জুরুল ইসলাম এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের গঠনতন্ত্রের ১৩ ধারা (জ) উপধারা এবং ২৯ ধারা অনুযায়ী শৃঙ্খলা কমিটির সুপারিশ ও নির্বাহী কমিটির সর্বসম্মতির সিদ্ধান্তক্রমে রেফারী বিটুরাজ বড়ুয়া, জিএম চৌধুরী নয়ন, মাহমুদ হাসান মামুন, আব্দুস শুক্কুর রানা, ফারুক হোসেন, আশাদুল ইসলাম টিপু, আব্দুল খালেক, নাছির উদ্দিন -২, শিমুল বড়ুয়া ও প্রকাশ বড়ুয়াকে আজীবন বহিষ্কার ও সদস্য হতে অপসারণ করা হয় এবং পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন।

Share on facebook
Share on whatsapp
Share on linkedin
Share on email

সম্পর্কিত আরো খবর