
রিভারস্টোন রেস্টুরেন্টে অতিথিদের নিয়ে কেক কেটে জমকালো আয়োজনের মধ্যমে শুরু হলো মাসব্যাপী “সেহেরী নাইট।”
উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর পতেঙ্গা (৪১ নং ওয়ার্ড) ডঃ নূরুল আফসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্কাস উদ্দীন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশেষ ব্যবসায়ী ও রাজনীতিবিদ নূরুল হুদা এবং রিভারস্টোন রেস্টুরেন্টের পরিচালক (অপারেশন) মোঃ আরিফুল ইসলাম সবুজ।
এ সময় প্রধান অতিথি বলেন, “রিভারস্টোন রেস্টুরেন্টকে সাধুবাদ জানাই এ ধরণের ব্যাতিক্রমী আয়োজনের জন্য, আমাদের পতেঙ্গা বাসিরা এ ধরণের ব্যতিক্রমি উদ্যোগকে অনেকটাই আনন্দিত।
বিশেষ করে রিভারস্টোন রেস্টুরেন্টের অবস্থান চট্টগ্রাম এয়ারপোর্টের পাশে হওয়াতে রোজাতে পর্যটকের পাশাপাশি এয়ারপোর্টের যাত্রীদের অনেকটাই সুবিধাজনক হবে। কারণ এতদিন এয়ারপোর্টের আশেপাশে ভালো কোন রেস্টুরেন্ট না থাকাতে সেহারী সময়ে এয়ারপোর্টের যাত্রীদের পাশাপাশি পর্যটক এবং এলাকাবাসীদের ও অনেকটা ভোগান্তি পোহাতে হতো।
আমি অনেকটাই আনন্দিত রিভারস্টোন রেস্টুরেন্টের এ ধরনের উদ্যােগে।