দুর্নীতির মামলায় সিডিএ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

দুর্নীতির মামলায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ’র অথরাইজড অফিসার মোহাম্মদ হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সিডিএ সচিব রবীন্দ্র চাকমা তাকে সাময়িক বরখাস্ত করে অফিস আদেশ জারি করেন।

আদেশে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে দায়ের করা বিশেষ মামলা চলমান থাকায় সিডিএ কর্মচারী চাকরি প্রবিধানমালা ১৯৯০-এর ৪০(ঙ) ধারা মোতাবেক হাসানকে বরখাস্ত করা হল।

সাময়িক বরখাস্তকালে বিধি অনুযায়ী তিনি খোরাকি ভাতা পাবেন। এ আদেশ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা হয়েছে। অবিলম্বে তা কার্যকর করা হবে।

Share on facebook
Share on whatsapp
Share on linkedin
Share on email

সম্পর্কিত আরো খবর