আর্য সঙ্গীত সমিতি ২০২৪-২৭ নতুন কার্যকরী কমিটি গঠিত

শতাব্দীর পুরানো সাংস্কৃতিক সংগঠন “আর্য সঙ্গীত সমিতি” চট্টগ্রামের ২০২৪-২৭ সালের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। বাবু আকাশ বরণ বিশ্বাসকে সভাপতি ও শাহ সেলিম খালেদকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য কমিটি গঠন করা হয়।

গত ৭ অক্টোবর সোমবার “আর্য সঙ্গীত সমিতি” কর্তৃক গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটি বৈঠকের মাধ্যমে যথাযথ পর্যালোচনা প্রেক্ষিতে ১৫ সদস্য বিশিষ্ট (২০২৪-২০২৭) সালের নির্বাহী কমিটি অনুমোদন করেন।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, মানুষ বড়ুয়া সহ-সভাপতি, সজীব ভট্টাচার্য সহ-সভাপতি, প্রণব ভট্টাচার্য সহ-সাধারণ সম্পাদক, মৃণালিনী চক্রবর্তী অর্থ সম্পাদক, তরুণ কান্তি দাস সদস্য, জয়ন্তীলালা সদস্য, দিপেন চৌধুরী সদস্য, সোহেল লুৎফুল হাসান (অভিভাবক প্রতিনিধি) সদস্য, শান্তিময় চৌধুরী (শিক্ষক প্রতিনিধি-যন্ত্র) সদস্য, কল্যাণ কান্তি নাথ (শিক্ষক প্রতিনিধি-কণ্ঠ) সদস্য,‌ শিমু বিশ্বাস সদস্য, মুক্তা বিশ্বাস সদস্য, পংকজ চৌধুরী জিতু (সংগীতকার প্রতিনিধি) সদস্য প্রমুখ। উল্লেখ্য গত ২৬ শে সেপ্টেম্বর সমিতির স্থায়ী কার্যালয়ে সুরেন্দ্র সংগীত বিদ্যাপীঠ এর উপাধ্যক্ষ মৃণালিনী চক্রবর্তীর সভাপতিত্ব নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে একই বিদ্যাপীঠের অধ্যক্ষ তরুণ কুমার রায়ের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটি গঠিত হয়। এই নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি গঠন করেন।

Share on facebook
Share on whatsapp
Share on linkedin
Share on email

সম্পর্কিত আরো খবর