চট্টগ্রাম জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের জন্য সময়সীমা নির্ধারণ

 

চট্টগ্রাম জেলা ও মহানগরীর সকল থানা এবং ক্যান্টনমেন্ট বোর্ড, চট্টগ্রাম এর
অধিক্ষেত্রভুক্ত লাইসেন্সধারীগণের আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৫ সাল নবায়নের
কার্যক্রম ০১.১২.২০২৪ হতে ৩১.১২.২০২৪ তারিখের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম
এর আগ্নেয়াস্ত্রশাখায় অস্ত্র সহকারে উপস্থিত হয়ে নবায়ন করে নেয়ার জন্য সকল
আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণকে অনুরোধ করা হলো।

এছাড়াও ক্যান্টনমেন্ট বোর্ড, চট্টগ্রাম এর অধিক্ষেত্রভুক্ত লাইসেন্সধারীগণকে
আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ নির্ধারিত সময়সূচির মধ্যে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট
বোর্ডে উপস্থিত হয়ে নবায়ন করে নেয়ার জন্য অনুরোধ করা হলো। একই সাথে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত উরমরঃধষ অৎসং গধহধমবসবহঃ ঝুংঃবস
(উঅগঝ)-এ আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহের ডাটা এন্ট্রির দিতে হবে। ডাটা
এন্ট্রির জন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার ও ট্রেড লাইসেন্স নাম্বার এবং
আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের লাইসেন্স ও এনআইডির
ফটোকপি, টিন সার্টিফিকেট, মোবাইল নাম্বার, ০১ কপি পাসপোর্ট সাইজ
ছবি ও লাইসেন্সধারী ব্যক্তির স্বাক্ষর দাখিল করতে হবে। অন্যথায় উঅগঝ-এর মাধ্যমে
আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রি করা যাবে না এবং
ভবিষ্যতে উক্ত সিষ্টেম ব্যবহার করে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন কার্যক্রম সম্পন্ন
করা সম্ভব হবে না।

বন্দুক, শর্টগান এবং রাইফেল নবায়নের ক্ষেত্রে ৫ হাজার টাকা ও পিস্তল, রিভলবার এবং
প্রতিষ্ঠানে ক্ষেত্রে ১০ হাজার টাকা ফি ধার্য করা হয়েছে। নবায়ন ফি জমা প্রদানের
কোড নং-১-২২১১-০০০০-১৮৫৯ । নবায়ন ফি এর উপর ১৫% ভ্যাট জমা প্রদানের কোড
নং- ১-১১৩৩-০০২৫-০৩১১ এবং নবায়ন ফি এর উপর ১০% উৎস কর অথবা আয়কর জমা
প্রদানের কোড নং- ১-১১৪১-০০৪৫-০১১১।
নবায়ন ফি, ভ্যাট ও উৎস কর অথবা আয়কর উল্লিখিত কোড নাম্বারে সোনালী ব্যাংক
লি: কোর্টহিল শাখা, চট্টগ্রামে জমা দিতে হবে ।

আরো উল্লেখ্য যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ আগষ্ট ২০২৪ তারিখের
৪৪,০০,০০০০,০৭৭,২১,০২৫,২০২১-৩৩০ নং স্মারকের নির্দেশনা অনুযায়ী যে সকল
লাইসেন্সধারীগণের আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমুহ বাতিল এবং কার্যক্রম স্থগিত করা
হয়েছে সে সকল আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণের আগ্নেয়াস্ত্র লাইসেন্স পরবর্তী
নির্দেশনা না পাওয়া পর্যন্ত নবায়নের কার্যক্রম স্থগিত থাকবে।

 

Share on facebook
Share on whatsapp
Share on linkedin
Share on email

সম্পর্কিত আরো খবর