পাহাড়তলীতে গাড়ি ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ধারালো অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

১৬ অক্টোবর বুধবার  রাত  সাড়ে তিনটায় পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় অস্ত্রসহ ৪ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটকৃতরা হলেন, ১. মোহাম্মদ বশির (২৭), ২. মোঃ শান্ত (২২), ৩. মোহাম্মদ মনজুরুল ইসলাম জয় (১৯) ও ৪. মোহাম্মদ সাকিব (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, পাহাড়তলী থানার এস আই
সৈয়দ মাইন উদ্দিন আহাম্মদ ফয়সাল ফোর্সসহ টহল ডিউটি করার সময় পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় এলাকায় অন্ধকার গলিতে কতিপয় সন্ত্রাসী প্রকৃতির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ ঘোরাঘুরি করছে সংবাদ পেয়ে সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ১. মোহাম্মদ বশির (২৭), ২. মোঃ শান্ত (২২), ৩. মোহাম্মদ মনজুরুল ইসলাম জয় (১৯) ও ৪. মোহাম্মদ সাকিব (১৯) কে আটক করেন এবং আটককালে আরো ৬/৭ জন ব্যক্তি দৌড়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। ওই সময় পুলিশ আটককৃতদের নিকট থেকে ২টি কাঠের বাটযুক্ত কিরিচ, ২টি লোহার রড, ১ টি চাপাতি ও মুখ বাঁধার কাজে ব্যবহৃত ২ টি পুরাতন গামছা উদ্ধারপূর্বক জব্দ করেন। তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, গ্রেফতারকৃতরাসহ আরো ৬/৭ জন ডাকাত উক্ত স্থানে গাড়ি ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল।
পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, গাড়ি ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৪জন ডাকাতকে গ্রেপ্তার করা হয় ওই সময় আরো ছয়- সাত ডাকাত পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাকিব  আকবর শাহ থানার খুনসহ ডাকাতি মামলার চার্জশীট ভুক্ত আসামী।
Share on facebook
Share on whatsapp
Share on linkedin
Share on email

সম্পর্কিত আরো খবর